আকরাম হোসেন, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলার পুরাতন বাস টার্মিনাল এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)এর উপজেলা কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও এসএমই উইংয়ের প্রধান সমন্বয়কারী আশিকিন আলম। উদ্বোধনের সময় উপজেলা সমন্বয় কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা সমন্বয় কমিটির সদস্য খন্দকার সুফী আবদুল্লাহ ও উপজেলার প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলার যুগ্ম সমন্বয়কারী শফিকুল ইসলাম, আলহাজ্ব ফারুখ হোসাইন, মুফতি আরিফুল ইসলাম, নাসির উদ্দিন সরকার ও আব্দুল আলীম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র নেতৃবৃন্দ মিজানুর রহমান, আশেক আলী মন্ডল, হাবিবুল্লাহ (টিটু), শাহ-আলম ফকির, কবির আহমেদ, লিংকন শিকদার, সানিল, মাফফুজ, লালনসহ আরও অনেকে।
অনুষ্ঠান শেষে এক অনাড়ম্বর পরিবেশে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।