ময়মনসিংহের গফরগাঁও-পাগলা থানার কৃতি সন্তান ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তানভীর আল হাদীকে ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযান’-এর আপ্যায়ন উপ-কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং আপ্যায়ন উপ-কমিটির আহ্বায়ক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও সদস্য সচিব নুরুল ইসলাম নয়নের সম্মতিক্রমে তানভীর আল হাদীর এই নির্বাচন সম্পন্ন হয়।
তানভীর আল হাদীর মনোনয়নকে স্থানীয় রাজনৈতিক মহল ও ছাত্ররাজনৈতিক নেতারা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তার দায়িত্ব গ্রহণকে জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের নতুন শক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
গফরগাঁওয়ের স্থানীয় ছাত্রদলের নেতা আহনাফ খালিদ তন্ময়, তানভীর আল হাদীর এই নির্বাচনী জয়ের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, “তানভীর আল হাদীর রাজনৈতিক দক্ষতা ও অভিজ্ঞতা গণঅভ্যুত্থান ২০২৪ আন্দোলনের জন্য এক মূল্যবান সম্পদ হবে। তার নেতৃত্বে গণতন্ত্রের দাবিতে আন্দোলন আরও সংগঠিত ও জোরদার হবে।
তানভীর আল হাদী দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি ও জাতীয় রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। গফরগাঁও থেকে উঠে আসা এই তরুণ নেতার প্রতি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রত্যাশা তার নতুন দায়িত্বে দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখার।
গণতান্ত্রিক অধিকারের পক্ষে জাতীয় ঐক্য গঠন ও গণঅভ্যুত্থান ২০২৪ আন্দোলনের সফলতায় তানভীর আল হাদীর এই পদায়ন নতুন উদ্দীপনা যোগাবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
এবারের এই পদোন্নতিতে গফরগাঁও ও ময়মনসিংহ অঞ্চলের যুবসমাজ বিশেষ উৎসাহিত হয়েছে। তারা দেশপ্রেম ও গণতন্ত্র প্রতিষ্ঠার এই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেছে।
তানভীর আল হাদী তার নতুন দায়িত্ব পালন করতে গিয়ে দেশের গণতান্ত্রিক শক্তি সংহতকরণে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।