আশরাফ আলী ফারুকী
জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী ছাত্র জনতার আত্মার শান্তি ও মুক্তি কামনায় গফরগাঁওয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) গফরগাঁও উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন, গফরগাঁও, ময়মনসিংহ-এর যৌথ আয়োজনে উপজেলা মডেল মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলার নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে দোয়া ও আলোচনায় অংশ নেন উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমান গাফফারী এবং ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক মাওলানা নুরুল ইসলাম।
সঞ্চালনায় ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মাহফুজুল হক শামীম।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় মুসল্লি, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির জন্য গৌরবময় ইতিহাস। তাদের আদর্শ স্মরণ করে আমাদের চলার পথ গড়ে তুলতে হবে।
শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।