আকরাম হোসেন,নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশের ওসি লিটনের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগের তদন্তে ঊর্ধ্বতন মহলের নির্দেশের পর, অভিযোগকারী প্রতিবন্ধী নারী কমলা বেগমকে ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী কমলা বেগম জানান, তিনি তার বসতভিটার একটি গাছ কাটার অভিযোগে রেলওয়ে পুলিশ কর্তৃক আটক হন। এরপর টাকা না দিলে মুক্তি দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন ওসি লিটন। পরিবার থেকে টাকা জোগাড় করে দেয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনার পর বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশ হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দেয়। কিন্তু তদন্ত শুরু হতেই ২৭/০৬/২০২৫ ইং শুক্রবার সকাল অনুমান ১১ ঘটিকার সময় অভিযুক্ত ওসি লিটনের সহযোগী ১। জাহাঙ্গীর, আঠারবাড়ি রেল স্টেশনের গেইট কিপার এবং নান্দাইল চৌরাস্তার ২। শাহীন, সাংবাদিক পরিচয়ে কমলার বাড়িতে গিয়ে তাকে অভিযোগ তুলে নিতে হুমকি দিয়ে আসে।
এ বিষয়ে কমলার পরিবারের সদস্যরা বলেন, "আমরা এখন আতঙ্কে আছি। ওসি সাহেবের লোকজন এসে হুমকি দিচ্ছে, যেন অভিযোগ তুলে নিই। নইলে আমাদের বিপদ হবে।"
ভুক্তভোগীর পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।