আকরাম, নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে অসাধু ভূমি খেকো চক্র জোর পূর্বক ভূমি দখলের গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের সুরাটি বাজারের সুরাটি মাদ্রাসার উত্তর পাশে সৈয়দ মাজহারুল ইসলামের বাড়িতে। লিখিত অভিযোগ ও নান্দাইল মডেল থানায় দায়ের কৃত মামলা সুত্রে জানা যায় দক্ষিণ জাহাঙ্গীরপুর গ্রামের সৈয়দ সায়েদুজ্জামানের পুত্র সৈয়দ মাজহারুল ইসলাম (৩৮) পৈত্রিক সুত্রে প্রাপ্ত পুর্বপূরুষ সহ দীর্ঘ কাল ধরে ২৭০ সিএস ও ৩০৮ এস এ খতিয়ান মূলে ১৫ শতাংশের কাত ১১ শতাংশ ভূমি সুরাটি বাজারের সুরাটি মাদ্রাসার উত্তর পাশে ভোগ দখল করিয়া আসিতেছি।
এদিকে সৈয়দ মাজহারুল ইসলাম জানান, গত২২ জুন ২০২৫ ইং বিকাল ৩ ঘটিকার সময় আমার নীজ দখলীভূক্ত বাড়ীতে কাজ করার সময় হঠাৎ করে আমার পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার সুরাটি গ্রামের মৃত আঃ বারীর পুত্র মোঃ আব্দুল্লাহ(৪৫) এর নেতৃত্বে অপরিচিত অজ্ঞাত ৭/৮ জনের একটি সন্ত্রাসী দলে নিয়ে জোরজবরদস্তি পূর্বক জায়গাটি দখলের চেষ্টা চালায় একপর্যায়ে আমাকে গালমন্দ সহ প্রাণনাশের হুমকি দেয়। আমার ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে দলবল নিয়ে পালিয়ে যায়। বর্তমানে জায়গাটি দখল নিয়ে অজ্ঞাত সন্ত্রাসীদের নিয়ে তৎপরতা চালাচ্ছে এবং বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। এমনকি আমার কাছে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করে না হলে আমার জায়গা দখল করবে আমাকে মেরে ফেলবে। আমি আমার পরিবার পরিজন নিয়ে নিরাপত্তা হীনতায় আছি।যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ ও অপ্রিতিকর ঘটনা ঘটতে পারে।এব্যাপারে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং সহকারী কমিশনার ভূমি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে সুরাটি বাজারের ব্যবসায়ী বাদল মিয়া, ফজলুল হক, রুবেল মিয়া জানান জায়গাটি পৈত্রিক সম্পত্তি সুত্রে দীর্ঘকাল ধরে সৈয়দ মাজহারুল ইসলাম ভোগদখল করে আসছে। হঠাৎ করেই আব্দুল্লাহ্ দলবল নিয়ে জোরজবরদস্তি দখলের চেষ্টা চালায়। ভূক্তভোগি ও বাজারের ব্যবসায়ীরা বলেন যেকোন মুহুর্তে সংঘর্ষ হতে পারে। তদন্ত করে যথাযথ পদক্ষেপ নিতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।