আন্তর্জাতিক ডেস্ক
ইরানের রাজধানী তেহেরানে শুক্রবার (১৩ জুন) ইসরায়েলের হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছে। এর মধ্যে একটি আসাসিক ভবনে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ৬০ জন নিহত হয়। যার মধ্যে ২০ জনই শিশু। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরা
ইসরায়েলের হামলায় আরও ৩২০ জন আহত হয়েছেন। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এ তথ্য জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের এসব হামলার পর ইরানের সরকার দেশটির জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি নাগরিকদের নিজ সরকারের বিরুদ্ধে বিদ্রোহের আহ্বান জানিয়েছেন।
এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের এসব হামলায় দেশটির সশস্ত্র বাহিনীর দুইজন উপ-মহাপরিচালক নিহত হয়েছেন। নিহতরা হলেন- জেনারেল গোলামরেজা মেহরাবি ও জেনারেল মেহদি রাব্বানি।