গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্য অভিনেতা সমু চৌধুরীকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
শুক্রবার (১৩ জুন) ভোররাতে আনুমানিক সাড়ে তিনটার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানা পুলিশ তাকে তার খালাতো ভাই অপু চৌধুরীর জিম্মায় তুলে দেয়। এ সময় বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম।
এর আগে, বুধবার দিবাগত রাত ১২টার দিকে সমু চৌধুরী ঢাকা থেকে একটি মোটরসাইকেলে চড়ে গফরগাঁওয়ের পাগলা থানাধীন মুখী শাহ্ মিসকিন মাজারে এসে পৌঁছান। বৃহস্পতিবার দুপুরে, মাজারসংলগ্ন একটি গাবগাছের নিচে গামছা পেতে ঘুমিয়ে ছিলেন তিনি—এমন একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা মামুন প্রথমে বিষয়টি লক্ষ্য করেন এবং ঘুম ভাঙিয়ে তার সঙ্গে কথা বলে নিশ্চিত হন যে তিনি দেশের পরিচিত মুখ চলচ্চিত্র ও নাট্যকার সমু চৌধুরী। সমু চৌধুরী নিজেও তখন নিজের পরিচয় স্বীকার করেন। এরপরই ওই ছবি ও তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং বিষয়টি নিয়ে তৈরি হয় আলোচনা।
শেষ পর্যন্ত, পুলিশ ও পরিবারের সদস্যদের সমন্বয়ে তাকে নিরাপদে পরিবারের কাছে হস্তান্তর করা হয়, যা স্বস্তি এনে দিয়েছে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে।