আকরাম হোসেন, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের মধ্যনগর গ্রামে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় এক যুবকের ঘরে আগুন দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। গুরুতর আহত একজন বর্তমানে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
ঘটনাটি ঘটে গত ৯ জুন (সোমবার) বিকেল ৫টার দিকে। স্থানীয়রা জানান, মধ্যনগর গ্রামের রাজন মিয়া তার বসতঘরের পেছনে গাঁজা বিক্রির অভিযোগে মাহবুব মিয়া (১৭) নামের এক যুবককে বাধা দেন এবং ঘটনার ভিডিও ধারণ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মাহবুব মিয়া ও তার সহযোগী মাসুদ মিয়া (৩৫) দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালায়।
হামলায় রাজনের ভাই সুজন মিয়া গুরুতর আহত হন। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে মাহবুব মিয়া সুজনের বাংলাঘরে আগুন ধরিয়ে দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার পর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে সুজনের চাচা অর্জুন মিয়াকে হাসপাতালে থেকে তুলে নিয়ে যায় অভিযুক্ত বাবলু (৪১) ও তার দলবল। তারা অর্জুন মিয়ার সাথে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং প্রায় ৬ ঘণ্টা পর তাকে ছেড়ে দেয়।
স্থানীয়রা জানান, হামলাকারীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে। মাহবুব ও মাসুদ নিয়মিত গাঁজা ও ইয়াবা বিক্রি করে এবং মাদকের মাধ্যমে এলাকার যুব সমাজকে ধ্বংস করছে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় রাজন মিয়া বাদী হয়ে মাহবুব, মাসুদ, বাবলু, সবুজ (৪০), ফাতেমা (৩০) ও বকুল মিয়াকে (৪৫) আসামি করে এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয়দের দাবি, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এলাকাবাসীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদকের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর অভিযান জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা।
নান্দাইল মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত) বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।