ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলায় অনুষ্ঠিত হলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, পাগলা থানা শাখার থানা সম্মেলন-২০২৫। “নেতা নয়, নীতি চাই” এই স্লোগানে বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টায় পাগলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজনটি সম্পন্ন হয়। সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও আদর্শিক পথে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, “ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আদর্শিক শক্তির অন্যতম ভিত্তি। আজকের এই সম্মেলন ছাত্র সমাজকে সুসংগঠিত করতে নতুন বার্তা দেবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাওলানা জয়নুল আবেদীন – সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গফরগাঁও উপজেলা শাখা
মাওলানা মাজাহারুল ইসলাম – নায়েবে সদর, বাংলাদেশ মুজাহিদ কমিটি, পাগলা থানা শাখা
মাওলানা ইমরান মাজহারী – সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, পাগলা থানা শাখা
হাফেজ মোঃ আসাদুজ্জামান আরাফাত – সাবেক সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, পাগলা থানা শাখা
হাকিম মাওলানা মহিউদ্দিন খান – সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, পাগলা থানা শাখা
মোঃ আব্দুল মোমেন ফকির – সভাপতি, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, পাগলা থানা শাখা
সম্মেলনে সভাপতিত্ব করেন মোঃ আবির হোসেন – সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, পাগলা থানা শাখা।
সম্মেলনের শেষপর্যায়ে ২০২৫ সেশনের জন্য ইসলামী ছাত্র আন্দোলন পাগলা থানা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন
সভাপতি মোঃ আবির হোসেন
সহ-সভাপতি জুনায়েদ আহসান
সাধারণ সম্পাদক ইমরান খান
সংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত
প্রশিক্ষণ সম্পাদক তানভীর মাহমুদ
দাওয়াহ সম্পাদক মোঃ আকরাম
তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মোঃ মিজান
প্রকাশনা ও দপ্তর সম্পাদক মোঃ বাইজিদ
তথ্য কল্যাণ সম্পাদক শারফুল খান
কওমি মাদ্রাসা সম্পাদক হুসাইন আহমদ
আলিয়া মাদ্রাসা সম্পাদক মোহাম্মদ মাহিন খান
কলেজ সম্পাদক মোহাম্মদ জাবের হোসাইনসান,সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ জুবায়ের ইসলাম
কার্যনির্বাহী সদস্য আদিল হাসান
বক্তারা নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, এই নেতৃত্ব আগামী দিনে ইসলামপন্থী ছাত্র রাজনীতিকে আদর্শ ও শৃঙ্খলার পথে এগিয়ে নিয়ে যাবে। সম্মেলন শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।