নাজমুস সাকিব
দেশে নৈতিক শূন্যতা ও রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়ন সম্মেলনের আয়োজন করেছে। সোমবার বাদ মাগরিব রসুলপুর চৌরাস্তা ইউসুফিয়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সম্মেলনে বক্তারা ঘুষ-দুর্নীতিমুক্ত ইসলামি রাষ্ট্রব্যবস্থার আহ্বান জানান।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল করিম রসুলপুরী। তিনি বলেন, “বর্তমান দলকেন্দ্রিক দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক সংস্কৃতির স্থলে ইসলামভিত্তিক সুশাসন প্রতিষ্ঠার এখনই সময়।”
প্রধান বক্তা মাওলানা জয়নুল আবেদীন, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ গফরগাঁও উপজেলা শাখা, বলেন, “গণমানুষের ন্যায্য অধিকার আদায়ে ইসলামী আন্দোলনই একমাত্র বিকল্প শক্তি। আমাদের রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, এটি নৈতিকতার ভিত্তিতে সমাজ গড়ার সংগ্রাম।”
বিশেষ অতিথি মুফতি তারেক বিন হাবীব, সাধারণ সম্পাদক, ইলামী যুব আন্দোলন ময়মনসিংহ, এবং বিশেষ বক্তা মুফতি আনোয়ার হোসাইন বিপ্লবী, সভাপতি, যুব আন্দোলন গফরগাঁও উপজেলা শাখা, দুইজনেই যুবসমাজকে জাগ্রত হয়ে ইসলামি রাজনীতিতে সক্রিয় হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জনাব জহিরুল ইসলাম জিয়া, নায়েবে সদর বাংলাদেশ মুজাহিদ কমিটি গফরগাঁও উপজেলা শাখা, ও হাফেজ ইমদাদুল্লাহ মাহমুদ, ইসলামী ছাত্র আন্দোলন গফরগাঁও উপজেলা শাখা।
সভাপতিত্ব করেন মাওলানা মাজহারুল ইসলাম, সভাপতি, রসুলপুর ইউনিয়ন শাখা এবং সঞ্চালনায় ছিলেন মাওলানা আতাহার আলী।
বক্তারা বলেন, "শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই"এটি কোনো স্লোগান নয়, বরং সময়ের দাবি। চরমোনাই পীরের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই দাবির বাস্তবায়নেই এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠান শেষে রসুলপুর ইউনিয়ন শাখার মাওলানা বেলাল হোসাইনকে সভাপতি ও মাওলানা আতাহার আলীকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনের মাধ্যমে ইসলামী আন্দোলন তাদের গ্রাম পর্যায়ের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার বার্তা দেয়, যা আসন্ন স্থানীয় ও জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।