আন্তর্জাতিক ডেস্ক
বাংলাদেশের ফুটবলে একের পর এক চমক। প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে সংযুক্ত করে নতুন যুগের সূচনা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জামাল ভূঁইয়া ও তারিক কাজীর পথ দেখানো এই যাত্রায় এবার যোগ হতে যাচ্ছেন ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের ফুটবলার কিউবা মিচেল।
ইতোমধ্যে বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন সম্পন্ন করেছেন এই তরুণ মিডফিল্ডার। মঙ্গলবার (২৭ মে) বার্মিংহামে বায়োমেট্রিক প্রক্রিয়া শেষ করেছেন তিনি।
কিউবার মা বাংলাদেশি ও বাবা জ্যামাইকান। মা’র সূত্রে বাংলাদেশের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন তিনি। বেশ কিছুদিন ধরেই তার দিকে নজর ছিল বাফুফের। কিউবার এজেন্ট বেন মারকল আগেই জানিয়েছেন, জুন উইন্ডোতে বাংলাদেশের হয়ে মাঠে নামার ব্যাপারে আগ্রহী এই প্রতিভাবান ফুটবলার।
জামাল ভূঁইয়ার হাত ধরে শুরু হওয়া প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে অন্তর্ভুক্তির ধারা আরও দৃঢ় হচ্ছে হামজা চৌধুরী, ফাহমিদুল, সমিত সোম ও কিউবার আগমণে। মার্চে ভারতের বিপক্ষে অভিষেক ঘটে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর। এরপর থেকেই দেশজুড়ে ফুটবলের প্রতি উন্মাদনা চোখে পড়ার মতো। আগামী ১০ জুন দেশের মাঠে প্রথমবার খেলবেন হামজা যার টিকিট এরই মধ্যে শেষ।
অন্যদিকে, কিউবা মিচেল একজন স্বাভাবিক সেন্ট্রাল মিডফিল্ডার। খেলার গতি নিয়ন্ত্রণে তিনি বিশেষ দক্ষ। ড্রিবলিং, শর্ট পাসিং, কুইক ট্রাঞ্জিশন সবদিক দিয়েই তিনি পরিপূর্ণ। পাশাপাশি তার টার্ন নেয়ার ক্ষমতা ও ক্লোজ কন্ট্রোলে বল ধরে প্রতিপক্ষকে বোকা বানানোর দক্ষতাও প্রশংসনীয়। ডায়াগনাল পাসে পজিশন বদল ও ট্যাকলিংয়েও তিনি পারদর্শী।
এই সব গুণাবলি তাকে একজন পরিপূর্ণ মিডফিল্ডার হিসেবে প্রতিষ্ঠা করেছে। মিডফিল্ডের যেকোনো পজিশনে খেলতে পারদর্শী তিনি।
বাংলাদেশ জাতীয় দলে কিউবা মিচেলের যোগদান নিঃসন্দেহে শক্তি বাড়াবে মিডফিল্ডে। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণা ও মাঠে তার ঝলক দেখার।