আশরাফ আলী ফারুকী
ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানার একটি মামলায় ৭ (সাত) বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. রফিকুল ইসলাম (৫০) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪, সিপিএসসি, ময়মনসিংহ।
র্যাব-১৪ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৭ সালের ১০ ডিসেম্বর দায়ের হওয়া ফুলবাড়ীয়া থানার মামলা (মামলা নম্বর-১০, জিআর নম্বর-২৯৬/২০১৭) এ আদালত আসামি রফিকুল ইসলামকে ৭ বছরের কারাদণ্ড দেন। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান চালিয়ে জানতে পারে যে, সাজাপ্রাপ্ত এই আসামি ফুলবাড়ীয়া থানা এলাকায় আত্মগোপনে রয়েছে।
এরই প্রেক্ষিতে ১৭ মে ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখ রাত আনুমানিক ১টা নাগাদ ফুলবাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-১৪। অভিযানে গ্রেফতার করা হয় মো. রফিকুল ইসলামকে, যার পিতা মৃত আবু বকর সিদ্দিক এবং বাড়ি জোরবাড়ীয়া পূর্ব ভাটিপাড়া, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ।
গ্রেফতারের পর যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফুলবাড়ীয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব-১৪।