নুর আহমেদ সিদ্দিকী
চট্টগ্রাম হালিশহর চুনা ফ্যাক্টরি মোড়ে অবস্থিত সওতুল কুরআন মাদরাসার উদ্যোগে হিফজ ও কুরআন শিক্ষায় কৃতিত্ব অর্জনকারী ১৩ জন ছাত্র-ছাত্রীকে সবক প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল ১৬ মে (শুক্রবার) আয়োজিত এ অনুষ্ঠানে দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।
মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা শাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা শাহ আব্দুল ওয়াহাব (রহ.)-এর খলিফা আল্লামা শাহ নুর মোহাম্মদ হাফিজাহুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন— ফয়েজলেক জামে মসজিদের খতিব ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা নুরুল আমিন মেহদী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চট্টগ্রামের সভাপতি ও রাজনৈতিক ব্যক্তিত্ব ড. বেলাল নুর আজিজি, হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা সাইদ আহমেদ হাফিজাহুল্লাহ, হালিশহর বসুন্ধরা দারুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা হিজবুল্লাহ এবং জাতীয় শিক্ষক ফোরাম চট্টগ্রাম মহানগরের সভাপতি কারী দিদারুল মাওলা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন— হাফেজ মেহদি হাসান জামিল সন্দীপ, হাফেজ মাওলানা তাওহীদুল ইসলাম, অসি হাবিবুর রহমান, বায়জিদ চৌধুরী ফ্যাশনের ম্যানেজার নজরুল ইসলাম, মাওলানা আবুল কাশেম ইমাম, বাঁশখালী বাহারছাড়া মাদরাসার পরিচালক মাওলানা আহমদ হোসাইন আজিজি, দারুল আবরার মাদরাসার সহকারী পরিচালক হাফেজ মাওলানা বাশীর আহমদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি গোলাম কিবরিয়া শরীফি, হাফেজ মাওলানা আহমদুল হক, মাওলানা আইয়ুব, হালিশহর এ-ব্লকের হযরত আবু বকর (রহ.) জামে মসজিদের ইমাম মাওলানা শহিদুল, মাওলানা রাকিবুল ইসলাম, হাফেজ তৈয়ব, হাফেজ জাহেদ, হাফেজ জাবের, হাফেজ মাহমুদুল হাসান, হাফেজ মাওলানা রাশেদ, হাফেজ মিশকাতুল আনোয়ার এবং হাফেজ আরফাত।
অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের কুরআনের আলোয় আলোকিত হওয়ার আহ্বান জানান এবং মাদরাসার শিক্ষার মানকে আরও এগিয়ে নিতে সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে হিফজ প্রতিযোগিতায় কৃতকার্য শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।