মালয়েশিয়া প্রতিনিধি
মহান মে দিবস উপলক্ষ্যে আলোচনা সভা করেছে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া ।বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের একটি হল রুমে সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম রতনের সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া সিনিয়র সহসভাপতি কবি রফিক আহমদ খান, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরন, সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু, সহসভাপতি কায়সার হামিদ হান্নান, খন্দকার মোস্তাক আহমেদ রয়েল, দপ্তর সম্পাদক সওকত হোসেন জনি, সদস্য বশির ইবনে জাফর প্রমুখ।
এছাড়াও প্রবাসী কর্মীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মো : কহিনুর হোসেন জোয়ার্দ্দার ও মো: আশিকুর রহমান ।
সভায় বক্তারা বলেন, উপযুক্ত মজুরি, কর্ম পরিবেশ, জীবন যাত্রার মানসহ নানান দাবি দাওয়া নিয়ে সারাবিশ্বে এখনো শ্রমিকরা লড়াই করে যাচ্ছে।
মালয়েশিয়াও এর থেকে ব্যাতিক্রম নয় উল্লেখ করে দেশটিতে অবস্থানরত হাজার হাজার শ্রমিকদের নানান সময় নানান হয়রানীর শিকার হওয়ার বিষয়টি তুলে ধরে বলেন, "গুঞ্জন শোনা যাচ্ছে আবারও চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার । আমরা চাই, কর্মী প্রেরণের ক্ষেত্রে অতীতের মত যেন কোন সিন্ডিকেট না থাকে এবং অভিবাসন ব্যয় যেন কর্মীদের নাগালের মধ্যে থাকে এবং সরকার যেন সঠিক কোম্পানী গুলোতে কর্মী প্রেরণ করে, যাতে পরবর্তীতে এসে কাজ না পেয়ে মালয়েশিয়ার রাস্তায় রাস্তায় শ্রমিকদের ঘুরতে না হয় ।
এসব বিষয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সজাগ থাকারও আহবান জানান বক্তারা ।
অনুষ্ঠানে অতি সম্প্রতি স্ট্রোক জনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন সংগঠনের সহ- সভাপতি কায়সার হামিদ হান্নানের পিতার আশুরোগ মুক্তি কামনায় এবং বিভিন্ন সময় বিভিন্ন দাবী- দাওয়া নিয়ে আন্দোলনে নিহত শ্রমিকদের আত্নার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় ।