ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাচবাগ ইউনিয়নের লামকাইন তমুর মোড় এলাকায় ব্রহ্মপুত্র নদের অবৈধভাবে উত্তোলিত বালি বিক্রয়ের দায়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে ২০২৫) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন গফরগাঁওয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির সালমান রনি। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দোষী ব্যক্তির বিরুদ্ধে এ দণ্ডাদেশ প্রদান করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরেই ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে স্থানীয়ভাবে বিক্রি করা হচ্ছিল। এতে পরিবেশ ও নদীপ্রবাহের মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছে। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে সহায়তা করেন পাগলা থানা পুলিশের একটি দল এবং গফরগাঁও সেনা ক্যাম্পের সদস্যরা।
সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি বলেন, “ব্রহ্মপুত্র নদের বালি অবৈধভাবে উত্তোলন ও বিক্রি একটি শাস্তিযোগ্য অপরাধ। পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে আমরা নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছি। কোনোভাবেই পরিবেশবিধ্বংসী এই কর্মকাণ্ড সহ্য করা হবে না।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ও নদী রক্ষায় অবৈধ বালু ব্যবসার বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।