আশরাফ আলী ফারুকী :
এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা ২০২৫-এর আজকের (৬ মে) পরীক্ষায় গফরগাঁওয়ে একাধিক কেন্দ্র থেকে নকল ও পরীক্ষার নিয়ম লঙ্ঘনের অভিযোগে কড়া ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।
গফরগাঁও মহিলা কলেজ কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে, যেএম কামিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষাকালে সঙ্গে মোবাইল ফোন রাখায় ২ জন কক্ষ পর্যবেক্ষককে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অন্যদিকে, ইসলামিয়া সরকারি স্কুল কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত এক শিক্ষক নিজের মেয়ের পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালন করেন, যা বোর্ডের নিয়ম পরস্পর লঙ্ঘন। তার কাছে মোবাইল ফোনও পাওয়া যায়। এ ঘটনার পর তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কোনো ধরনের অসদুপায় বরদাশত করা হবে না। পরীক্ষার্থীদের সৎভাবে পরীক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি অভিভাবকদেরও সহযোগিতা কামনা করা হয়েছে।
নকলের বিরুদ্ধে গফরগাঁও উপজেলা প্রশাসনের জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।