ময়মনসিংহের গফরগাঁও ঐতিহ্যবাহী দত্তের বাজার হাটে শুরু হয়েছে সরকারি ব্যবস্থাপনায় খাস আদায় কার্যক্রম। সোমবার (৫ মে) সকালে নতুন এ উদ্যোগের আওতায় হাটটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল মামুন। সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি), পাগলা থানার ওসি, উপজেলা প্রকৌশলী, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
পরিদর্শনের সময় ইউএনও হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সুবিধা-অসুবিধা সরেজমিনে জানতে চান। প্রতিক্রিয়া জানতে পেরে তাৎক্ষণিকভাবে তিনি হাট উন্নয়নে বেশ কয়েকটি নির্দেশনা দেন।
বিশেষ করে বাজারের অভ্যন্তরীণ রাস্তা পাকাকরণ, গরুর হাটের জায়গার জলাবদ্ধতা নিরসনে উঁচুকরণ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন ইউএনও। এছাড়া বাজারে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে একটি পাবলিক টয়লেট নির্মাণের ঘোষণাও দেন তিনি।
সরকারি তদারকিতে খাস আদায় চালুর ফলে দত্তের বাজার হাটে শৃঙ্খলা ও স্বচ্ছতা আরও বাড়বে বলে আশাবাদী স্থানীয় ব্যবসায়ী ও হাট সংশ্লিষ্টরা। নতুন ব্যবস্থাপনাকে স্বাগত জানিয়ে তারা বলেন, “বাজারে এখন একটা পরিবর্তনের ছোঁয়া দেখা যাচ্ছে—যা দীর্ঘদিনের প্রত্যাশা ছিল।”