আশরাফ আলী ফারুকী
গফরগাঁওয়ের গয়েশপুর দারুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত দাখিল পরীক্ষা ২০২৫-এর আজকের (০৪ মে) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল মামুন সরেজমিনে উপস্থিত থেকে এই বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করেন।
পরীক্ষার সুষ্ঠুতা ও স্বচ্ছতা রক্ষায় উপজেলা প্রশাসন গফরগাঁও ‘Zero Tolerance’ নীতিতে অটল রয়েছে বলে ইউএনও সামাজিক যোগাযোগমাধ্যমে তার নিজস্ব আইডি থেকে জানিয়েছেন। তিনি বলেন, কোনোভাবেই নকল বা অসদুপায় বরদাশত করা হবে না।
এ সময় ইউএনও পরীক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করে দিয়ে জানান, সবাইকে ন্যায্য পথে পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসন গফরগাঁও সুষ্ঠু, নকলমুক্ত ও ন্যায্য পরীক্ষা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ।