ময়মনসিংহের গফরগাঁওয়ে বৈশাখের প্রচণ্ড খরতাপে জনজীবন হয়ে উঠেছে নাজেহাল। উত্তপ্ত বাতাস আর তীর্যক রোদের দহনে দিশেহারা সাধারণ মানুষ। এরই মধ্যে চলছে এসএসসি পরীক্ষা। পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও ভুগছেন এই বৈরী আবহাওয়ায়।
এমন প্রেক্ষাপটে গফরগাঁওয়ের চরআলগী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ও দুপুরে খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ইসলামিয়া সরকারি হাই স্কুল এবং মহিলা কলেজ কেন্দ্রের সামনে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
চরআলগী ইউনিয়ন ছাত্রদল নেতা জাকির হোসেনের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা পরীক্ষাকেন্দ্রের সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে প্রায় ১৪০০ বোতল বিশুদ্ধ পানি ও পর্যাপ্ত পরিমাণ খাবার স্যালাইন বিতরণ করেন। গরমে অতিষ্ঠ মানুষগুলো সামান্য স্বস্তি পেয়ে প্রশংসা জানান এই মানবিক উদ্যোগের।
জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত হয়।
উক্ত কার্যক্রমে অংশগ্রহণ করেন চরআলগী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাকির হোসেন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন, উপজেলা ছাত্রদল নেতা রুকন, আরাফাত, গফরগাঁও সরকারি কলেজ ছাত্রদলের নেতা মাহিদ, ছাত্রনেতা হিমেল, শুভ, রিয়াদ, সৈকত, জসিমসহ আরও অনেকে।
ছাত্রদলের এই মানবিক কর্মসূচি স্থানীয় পর্যায়ে ইতিবাচক বার্তা ছড়িয়েছে। তারা জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।