মুসলিম Ummah-এর অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা আসছে জুন মাসেই। তবে কোরবানির এই দিনটি ঠিক কোন তারিখে উদযাপিত হবে, তা নির্ভর করছে ইসলামিক বর্ষপঞ্জির জিলহজ মাসের চাঁদ দেখার ওপর।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২৭ মে হবে জিলকদ মাসের ২৯তম দিন। ওইদিন সন্ধ্যায় আকাশে জিলহজের নতুন চাঁদ খোঁজা হবে। যদি চাঁদ দেখা যায়, তবে পরদিন থেকেই শুরু হবে জিলহজ মাস, যার ১০ তারিখেই পালিত হয় ঈদুল আজহা।
এরই মধ্যে এশিয়ার গুরুত্বপূর্ণ দেশ পাকিস্তান ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানায়, প্রাথমিক হিসাব অনুযায়ী পাকিস্তানে ঈদুল আজহা হতে পারে আগামী ৭ জুন, শনিবার। তবে এই তারিখ চূড়ান্ত হবে চাঁদ দেখা সাপেক্ষে, এবং সে বিষয়ে ঘোষণা দেবে দেশটির কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি।
এদিকে, সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা জানাচ্ছেন, ২৭ মে সন্ধ্যায় সেখানে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। সেই অনুযায়ী, আমিরাতে ঈদুল আজহা উদযাপন হতে পারে ৬ জুন, শুক্রবার।
ঈদুল আজহার পেছনে রয়েছে গভীর ত্যাগ ও আত্মসমর্পণের ইতিহাস। আল্লাহর আদেশে হযরত ইব্রাহিম (আ.) তাঁর প্রিয় পুত্রকে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন। সেই অনন্য উদাহরণ স্মরণ করে, বিশ্বজুড়ে মুসলমানরা জিলহজ মাসের ১০ তারিখে গরু, ছাগল, ভেড়া কিংবা উট কোরবানি করে থাকেন। পরে কোরবানির মাংস আত্মীয়, প্রতিবেশী ও গরিব-দুঃখীদের মাঝে বিতরণ করে সমাজে সাম্য ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।
বিশ্ব মুসলিমরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে জিলহজের চাঁদ দেখার দিনটির জন্য—যা নিশ্চিত করবে কবে আসছে আত্মত্যাগ আর ভ্রাতৃত্বের পবিত্র ঈদুল আজহা।