গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে পেয়ারা গাছে উড়না পেঁচানো আমেনা আক্তার (৩৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিন সন্তানের জননী এই নারী গত এক মাস ধরে অসুস্থ অবস্থায় বাবার বাড়িতে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
নিহত আমেনা আক্তার উপজেলার ৪নং সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের কন্যা। প্রায় ২০ বছর আগে ভালুকা উপজেলার দলিয়া গ্রামের শাহজাহানের তার বিয়ে হয়। তাদের সংসারে রয়েছে দুই মেয়ে ও এক ছেলে।
নিহতের বড় ভাই মো. মোস্তফা জানান, তার বোন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চলতি মাসের শুরুতে ঈদের আগের দিন তাকে স্বামীর বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে আসা হয়। গত ২১ এপ্রিল রাতে মা ও মেয়ের একসঙ্গে ঘুমানোর পর মাঝরাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাইরে যান আমেনা। পরে আবার ঘরে ফিরে এসে ঘুমিয়ে পড়েন।
পরদিন ২২ এপ্রিল ভোর সাড়ে পাঁচটার দিকে ঘরে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার মা। একপর্যায়ে বাড়ির দক্ষিণ-পূর্ব পাশে একটি পেয়ারা গাছে উড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পরে থানায় খবর দেওয়া হয়।
খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে নিহতের ভাই মো. মোস্তফা থানায় লিখিতভাবে অপমৃত্যুর সংবাদ প্রদান করেন এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।