সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে বাংলাদেশ। ১ উইকেটে ৫৭ রান করে দিন শেষ করলেও এখনো ২৫ রানে পিছিয়ে আছে টাইগাররা। তবে আত্মবিশ্বাসী দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তাঁর বিশ্বাস, উইকেট ভালো থাকায় বড় স্কোর গড়া সম্ভব। লক্ষ্য ৩৫০ থেকে ৪০০ রানের ভিত গড়ে জিম্বাবুয়েকে চাপে ফেলা।
মিরাজ বলেন, "এখন যে উইকেট তাতে মনে হয়, আমরা যদি ভালোভাবে ব্যাটিং করতে পারি... ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, ৩৫০ থেকে যদি ৪০০ রান করার। এটা দলের জন্য অনেক ভালো হবে।"
তিনি আরও বলেন, “টেস্ট ক্রিকেটে যদি ৩০০ রান লক্ষ্য দেওয়া হয়, চতুর্থ ইনিংসে এটা প্রতিপক্ষের জন্য অনেক কঠিন।”
আগামীকাল টাইগারদের প্রথম টার্গেট থাকবে লিডের ঘাটতি পুষিয়ে নেওয়া। এরপর ব্যাটারদের দায়িত্ব নিয়ে বড় স্কোর গড়ার দিকেই নজর থাকবে।