স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের নিকলীতে ব্যাপক আয়োজনে সুন্নী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দিনব্যাপী এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সের আয়োজন করে আহলে সুন্নাত ওয়াল জামায়াত নিকলী উপজেলা শাখা।
কনফারেন্সে দেশসেরা সুন্নী আলেম-ওলামাগণ অংশগ্রহণ করেন। এতে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী, ক্বারী নূর মোহাম্মদ আল-আবেদী, পীরে কামেল শাহ্ সূফী মাও. মাজাহার, হযরত মাও. পীর শফিকুল ইসলাম ছিদ্দিকী, নজরুল ইসলাম আল ফরায়েজী, শায়খুল হাদিস দেলোয়ার হোসেন সুন্নী আল কাদরী, ঢাকা কাদেরীয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, আল্লামা মুফতি ওসমান গনি সালেহী, ইসলামিক স্কলার খ্যাত লেখক ও গবেষক আল্লামা মুফতি শহিদুল্লাহ্ বাহাদুর চট্টগ্রামসহ দেশসেরা আলেম ওলামাগণ উপস্থিত ছিলেন।
পীরজাদা তৌহিদুল ইসলাম লাহিন্দির সঞ্চালনায় কনফারেন্সে উদ্বোধনী বক্তব্য রাখেন পীরে কামেল আব্দুল কাদির বাদশা মিয়া লাহিন্দি।
কনফারেন্সে বক্তারা বলেন, সুন্নী মতবাদকে হেয় করতে একটি কুচক্রি মহল ষড়যন্ত্রে লিপ্ত। দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলা ভাঙচুর করছে। ওলি-আউলিয়ার দেশ বলে খ্যাত স্বাধীন বাংলাদেশে এসব খুবই লজ্জাষ্কর ও ঘৃণিত কাজ।
সকল সূন্নী মতাদর্শীদের এক হয়ে কঠিন হাতে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে তারা আহ্বান জানান।
কনফারেন্স শেষে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের বর্বরোচিত নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। বিক্ষোভ মিছিলটি নিকলী সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে ফিলিস্তিনী মুসলমানদের শান্তি ও হেফাজত কামনায় মোনাজাত করা হয়।