স্টাফ রিপোর্টার: শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা ও সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি’র ব্যক্তিগত সহকারী (পিএ) মো. মিজানুর রহমানের বিরুদ্ধে শত শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠেছে। মো. মিজানুর রহমান কেন্দ্রীয় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সদস্য।
সাবেক এমপি লিপি’র চাচাতো ভাই কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সৈয়দ আফাকুল ইসলাম নাটু রোববার (৩০ মার্চ) বিকালে এক ফেসবুক পোস্টে মিজানুর রহমানকে কিশোরগঞ্জ আওয়ামী লীগের রাজনীতি নষ্ট করার মূল কারিগর হিসেবে আখ্যা দিয়ে এ অভিযোগ করেন।
ফেসবুক পোস্টে সৈয়দ আফাকুল ইসলাম নাটু লিখেন. কিশোরগঞ্জ আওয়ামী লীগের রাজনীতি নষ্ট করার মূল কারিগর ও সৈয়দ পরিবারের রাজনীতি দুই তিন ভাগ বিভক্ত করার মূল মাস্টারমাইন্ড এবং সৈয়দ নজরুল মেডিকেল ও ২৫০ শয্যা হাসপাতালে অন্যতম দুর্নীতিবাজ, রাজশাহী টিকাদার মিঠু সিন্ডিকেটের মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎকারি। কিশোরগঞ্জের হাজার হাজার নেতাকর্মীদের জীবন নষ্টকারী, চৌঠা আগস্ট এর ছাত্রদের উপর হামলা মূল পরিকল্পনাকারী অথচ তার বিরুদ্ধে কোন মামলা নাই। কেন্দ্রীয় যুবলীগের ও স্বেচ্ছাসেবক লীগের সদস্য মিজানুর রহমান (গুডি মিজান) তার কোন হদিস বা খবর পেলে দয়া করে আমাকে জানাবেন। আমরা যে ঈদ করতে পারবো না লুটপাট কারীদেরকেও ঈদ করার সুযোগ দিব না।
লিখা চলমান থাকবে বলেও পোস্টের শেষে উল্লেখ করেন সৈয়দ আফাকুল ইসলাম নাটু।
এ বিষয়ে কথা বলার জন্য সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি’র ব্যক্তিগত সহকারী (পিএ) মো. মিজানুর রহমানের মোবাইল ফোনে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়।