স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের হাওরের তিন উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের ৫০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শূরা সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট রোকন রেজা শেখ।
এছাড়া তিনি ১০০ জন দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে ফুড প্যাকেট তুলে দিয়েছেন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বুধবার (২৬ মার্চ) এসব হুইল চেয়ার ও ফুড প্যাকেট বিতরণ করা হয়।
বিকালে ইটনা দারুস সুন্নাহ মাদরাসা মাঠে আনুষ্ঠানিকভাবে এডভোকেট রোকন রেজা শেখ ৫০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও ১০০ জন দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহারের ফুড প্যাকেট হস্তান্তর করেন।
এ সময় বিশিষ্ট সমাজ সেবক একেএম নুরুল্লাহ, আবু হুরায়রা মিল্কী, তানভীর আহমেদ, শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিবন্ধী নারী, পুরুষ ও শিশুরা হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত হন।
এছাড়া ঈদ উপহার হিসেবে ফুড প্যাকেট পেয়ে দরিদ্র ও অসচ্ছল পরিবারের সদস্যদের মাঝে ঈদের আগেই ঈদের খুশি ছড়িয়ে পড়ে।
মানবিক এই উদ্যোগ গ্রহণের জন্য স্থানীয়রা এডভোকেট রোকন রেজা শেখকে ধন্যবাদ জানান।