স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের ইটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ মার্চ) বিকালে ইটনা বালিকা উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন ও ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইটনা উপজেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।
জামায়াতে ইসলামী ইটনা উপজেলা আমীর হাফেজ আবুল হোসাইন এর সভাপতিত্বে দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট রোকন রেজা শেখ।
জামায়াতে ইসলামী ইটনা উপজেলা সেক্রেটারি একেএম নুরুল্লাহর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি হাবিবুর রহমান, জামায়াতে ইসলামী মিঠামইন উপজেলা সেক্রেটারি মাওলানা একেএম আবদুস সালাম, কর্মপরিষদ সদস্য শফিকুল ইসলাম, মোশাররফ হোসেন প্রমুখ।
সমাবেশে দায়িত্বশীলদের ভূমিকা, দায়িত্ব ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।