ডেস্ক রিপোর্ট : ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের প্রধান ইমাম ও বাংলাদেশের আলোচিত ব্যক্তি মাও. ফরিদ উদ্দিন মাসউদ বলেছেন, “মুনাফিকুনদের আশ্রয় হলো ফেসবুক" তিনি বলেন, "ফেসবুক হলো মুনাফিকুনদের কিতাব”
সম্প্রতি তাবলীগের দু পক্ষের মধ্যে চলমান ঝগড়া-বিবাদের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি গত ২৫ জানুয়ারি ইকরা মাদরাসায় ছাত্রদের উদ্দেশ্যে ‘নসিহত' করতে গিয়ে এ কথা বলেন।
তিনি আরো বলেন, ফেসবুকে বসে একদল মুনাফেক বিভিন্ন কথা বিকৃত করে “লাগায়া দিয়া” বিভ্রান্তি ছড়ায়। তারাই তাবলীগের দু পক্ষের মধ্যে ঝগড়া বাঁধিয়ে রেখেছে। এদের থেকে সতর্ক থাকতে হবে সবার।
সম্প্রতি তাবলীগের দু পক্ষের মধ্যে সমঝোতায় তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, এখানে বিশ পার্সেন্ট সমাধান হয়েছে। দু পক্ষ মিলে বিশ্ব ইজতেমা করতে পারলে ৫০% সমাধান হবে এবং দিল্লি আর দেওবন্দের মধ্যে সম্পুর্ন মিল করাইতে পারলে ১০০% সমাধান হবে। ঐ বক্তব্যে তিনি দাবি করেন, মাওলানা সা'দের সাথে তার নিয়মিত কথা হয় এবং তিনি মাওলানা সাদের বিষয়ে সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।