স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তানভীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন করিমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসাইন খান পল্টু।
এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক সামছুদ্দিন, বিদ্যালয়ের দাতা সদস্য নুরুল ইসলাম, নোয়াবাদ ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার প্রমুখ।
এছাড়া পরীক্ষার্থীদের মধ্যে বিদায়ী বক্তব্য দেন, অন্তর, রুবাইয়া, পরশমনি, সুমাইয়া আক্তার স্মৃতি, দীপা, সাদিয়া, মাইশা, মোহাম্মদ রনি, তামিম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক মো. আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের হাতে বিদায়ী উপহার হিসেবে শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বিদ্যালয়ের ১৩৫ জন শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে।