স্টাফ রিপোর্টার: আল্লাহ ও রাসূল (সা.) কে নিয়ে কটূক্তিকারী রাখাল রাহা ও হাসান গালিবকে গ্রেপ্তার এবং র্যাব কর্মকর্তা আলেপের সর্বোচ্চ শাস্তি ও বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে মিছিলটি বের করা হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদী মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মো. ফয়সাল প্রিন্স, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক আশরাফ আলী সোহান প্রমুখসহ ছাত্র নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় নেতৃবৃন্দ অবিলম্বে আল্লাহ ও রাসূল (সা.) কে কটূক্তিকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
এছাড়া দেশে সাম্প্রতিক ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ ব্যাপারে তারা আইনী পদক্ষেপের দাবি জানিয়েছেন।