প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ৩:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৮, ২০১৯, ৩:০৫ অপরাহ্ণ
আল্লামা বাবুনগরীর সুস্থতা কামনায় মারকাযুত তাকওয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাবেদ হুসাইন: দেশের প্রখ্যাত আলেমেদীন, বিখ্যাত হাদীস বিশারদ, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সহকারী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দেশের প্রখ্যাত দাঈ ও ওয়ায়েজ মুফতী হাবিবুর রহমান মিছবাহ (কুয়াকাটা) প্রতিষ্ঠিত মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকার অডিটোরিয়ামে আজ (০১-২৮-২৯) দুপুর দুইটায় কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মারকাযের ‘আত তাকওয়া ছাত্র কাফেলা’র সাধারণ সম্পাদক মুহাম্মদ সুলাইমানের পরিচালনায় উপস্থিত ছিলেন দোয়া মাহফিলে মারকাযের সকল ছাত্র-শিক্ষক, প্রতিবেশী মুসল্লী, ব্যবসায়ী।
উল্লেখ্য যে, গত শনিবার সকাল থেকে আল্লামা বাবুনগরী শারীরিকভাবে কিছুটা সুস্থতা অনুভব করায় সকাল ১২টা ১০ মিনিটের দিকে সহকারীদের সহযোগিতা নিয়ে মাদরাসায় ক্লাস নিতে যান। পাঠদান শেষে বিশ্রামাগারে আসার পর হঠাৎ ফের অসুস্থবোধ করেন বাবুনগরী।
হঠাৎ তিনি দুর্বল হয়ে পড়েন এবং তার বাম পা অনেক বেশি ফুলে গেছে বলে জানান হেফাজত মহাসচিবের ব্যক্তিগত সহকারী। বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা ইনামূল হক ফারুকী জানান, হুজুরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত শনিবার বিকালে তাকে রিজেন্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়।
বর্তমানে তিনি ঢাকার খিলগাঁওস্থ খিদমাহ হাসপাতালে ভর্তি আছেন। সেখানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। তবে এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।
Copyright © 2025 Samakaler Kontho. All rights reserved.