ঢাকাই সিনেমার হালের পরিচিত মুখ পরীমনিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার নাসির উদ্দিন মাহমুদসহ ৫ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রাজধানীর বিমানবন্দর থানায় গতকাল সোমবার পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে।
মামলার বাকি আসামিরা হলেন- তুহিন সিদ্দিকী অমি, লিপি আক্তার (১৮), সুমি আক্তার (১৯) ও নাজমা আমিন স্নিগ্ধা (২৪)। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার ইফতেখায়রুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার আসামিদের মাদক আইনে করা মামলায় রিমান্ডে নেওয়ার আবেদন করে আজ মঙ্গলবার তাদের ঢাকার আদালতে হাজির করার কথা।
এর আগে গতকাল সোমবার বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর উত্তরা এলাকার একটি বাসা থেকে এক হাজার পিস ইয়াবা, বিদেশি মদসহ ৫ আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) যুগ্ম-কমিশনার হারুন অর রশিদ এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মশিউর রহমান।
তার আগে গতকাল সকালে সাভার থানায় ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও তার ঘনিষ্ঠ সহযোগী অমিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন চিত্রনায়িকা পরীমনি।
এন.এইচ/