হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশের একটি রেস্টুরেন্ট থেকে পাঁচ শতাধিক মরা মুরগি জব্দ করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার (১২ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত সাদা পোশাকে এপিবিএনের সদস্যরা এয়ারপোর্টের কাস্টমস হাউসের পার্শ্ববর্তী ওই রেস্টুরেন্ট থেকে এসব মরা মুরগি জব্দ করে।
এ সময় রেস্টুরেন্টটিতে মরা মুরগি জবাই করার জন্য সাতজনকে আটক করা হয়। বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই রেস্টুরেন্টে মরা মুরগিগুলো নিয়ে আসা হতো। যা সাধারণ মানুষদের খাওয়ানো হতো।
গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট আর্মড পুলিশের একটি টিম সাদা পোশাকে ওই রেস্টুরেন্টে অভিযান চালিয়ে পাঁচ শতাধিক মরা মুরগি জব্দ করে।
এ সময় রেস্টুরেন্টটিতে মরা মুরগি জবাই করার সময় সাতজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আইএ/পাবলিক ভয়েস