মুসারাত জাহান মুনিয়া হত্যার বিচারের দাবি জানিয়েছে নাগরিক সমাজ। আজ শনিবার (৫ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে দ্রুত মামলার আসামী সায়েম সোবহান আনভীরকে গ্রেফতারের দাবি জানান তারা।
নাগরিক সামজের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, একজন মুক্তিযোদ্ধার সন্তানের মৃত্যুর পর আসামীকে আইনের আওতায় এখনো না আনা অত্যন্ত দুঃখজনক।
তারা বলেন, মুসারত জাহান মুনিয়াকে হত্যার পর আসামী সায়েম সোবহান আনভীর প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ তাকে পুলিশ গ্রেফতার করছে না।
দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় অবিলম্বে আসামীকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। টাকার বিনিময় এ ঘটনা ধামাচাপা পড়ে গেলে আইনের প্রতি মানুষের শ্রদ্ধা কমে যাবে বলেও মন্তব্য করেন বক্তারা।
আইএ/পাবলিক ভয়েস