জবি সংবাদদাতা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকনসহ ছাত্রদলের নেতাদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে পুরান ঢাকায় দুই গ্রুপে বিভক্ত হয়ে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল।
আজ বৃহস্পতিবার (৩ জুন) একটি মিছিল দুপুর ১২ টায় রায়সাহেব বাজার মোড় শুরু করে ভিক্টোরিয়া পার্কে গিয়ে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন জবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাওলাদার ইব্রাহিম কবির মিঠু, সালউদ্দিন আহমেদ, আবিদ কামাল রুবেল, মেহেদী হাসান হিমেল, শাহাদাৎ হোসেন, মিহির, নাহিদ চৌধুরী, মোঃ শাহরিয়ার হোসেন, আজিজ রহমান, জাহিদ ভুইয়া, মোবাইদুর, রিয়াদ সিফাতসহ ২০-২৫ জন নেতাকর্মী।
অপরদিকে বৃহস্পতিবার সকালে পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় বিক্ষোভ মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অপর অংশ। মিছিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সুজন মোল্লা, মিলাদ ভুঁইয়া, ছাত্রনেতা আজিম চৌধুরী, তাহসান রেজা, ফিরোজ রিফাত, কাজী জিয়া উদ্দিন বাসিত, হোসেন আলী, সুমন সরদারসহ অর্ধশতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এন.এইচ/