শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: করোনা সংক্রমণ রোধে খুলনার তিন থানায় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। আগামী ৪ জুন শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
আজ বুধবার (২ জুন) জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসক কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক জানান, করোনা সংক্রমণ রোধে জেলায় লকডাউনের প্রয়োজন নেই, বিধিনিষেধ থাকবে।
তবে খুলনা মহানগরীর সদর থানা, সোনাডাঙ্গা ও খালীশপুর থানা এলাকায় সব ধরনের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে জরুরি সেবা বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।
আই,এ/