দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সদ্য সমাপ্ত যুদ্ধে হামাসের পাশাপাশি প্রতিরোধ গড়ে তুলেছিল ‘ইসলামি জিহাদ আন্দোলন’।
ফিলিস্তিনের পশ্চিম তীর-ভিত্তিক এই সংগঠনের শীর্ষ নেতা খাদের আদনানকে আটক করেছে ইসরায়েলি সেনারা। বার্তা সংস্থা কুদসকে বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী উম্মে আব্দুর রহমান।
গতকাল রোববার (৩০ মে) তাকে আটক করা হয় জর্ডান নদীর পশ্চিম তীরের নাবলুস শহরের কাছ থেকে।
ওই সময় ইসরায়েলি হামলায় নিহত এক ফিলিস্তিনির জানাজা পড়ে বাসায় ফিরছিলেন খাদের আদনান।
তাকে আটকের পাশাপাশি একই স্থান থেকে মাহের আল আখরাস নামের আরেক ফিলিস্তিনি নেতাকে আটক করার কিছুক্ষণ পর ছেড়ে দেওয়া হয়েছে।
এ নিয়ে বহুবার ইসরায়েলি সেনার হাতে আটক হয়েছেন খাদের আদনান।
অধিকাংশ ক্ষেত্রেই তাকে বিনা ওয়ারেন্টে আটক করা হয়েছে এবং বিনা বিচারে মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে ফেলে রাখা হয়েছে।
আড়াই বছর কারাগারে থাকার পর কয়েক মাস আগে মুক্তি পেয়েছিলেন এই নেতা।
এর আগে কারাগারে থাকা অবস্থায় বিনা বিচারে আটকে রাখার প্রতিবাদে অনশন ধর্মঘট শুরু করেছিলেন খাদের আদনান। এভাবে একে একে ৫৭ দিন অনশন পালন করেছেন।
এমন প্রতিবাদ করতে গিয়ে তিনি যখন মৃত্যু শয্যায়, তখন অনেকটা বাধ্য হয়ে তাকে ছেড়ে দেয় ইসরায়েল। এখন আবারও বিনা ওয়ারেন্টে তাকে আটক করে নিয়ে যাওয়া হলো।
আই.এ/