রাষ্ট্রের সকল কার্যক্রম চলমান থাকলেও সরকার করোনার অজুহাতে দুটি শিক্ষাবর্ষে দীর্ঘ ৪৩৯ দিন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। এতে করে শিক্ষার্থীরা অসামাজিক কার্যকলাপ সহ বিভিন্ন মাদক, ইয়াবা ও শিশু ধ্বংসাত্মক ডিভাইসের সাথে জড়িয়ে যাচ্ছে। চোখের সামনে শিক্ষার্থীদের এমন বিপর্যয় মেনে নেওয়া যায় না।
আজ ৩০ মে রবিবার সকাল ১১.৩০ টায় চট্টগ্রাম কলেজ গেইটে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম কলেজ শাখার-এর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি ছাত্রনেতা মুহাম্মাদ নাজিম উদ্দিন এ মন্তব্য করেন।
ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম কলেজ শাখার সভাপতি মেহেরুল হক আবির বলেন, আমরা আমাদের শিক্ষাজীবন থেকে দুটি বছর হারিয়েছি। সরকার অন্যান্য ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নিলেও শিক্ষাক্ষেত্রে আজ অবধি কোন ব্যবস্থা নেয় নি। আমরা বারংবার আবেদন করলেও কর্ণপাত করছে না। দেশের সকল শিক্ষার্থীরা নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বীগ্ন এবং অনিশ্চয়তার মধ্য দিয়েই তারা দিনাতিপাত করছে। তাই তিনি কর্তৃপক্ষের নিকট অনতিবিলম্বে যথাযথ সুরক্ষা নিশ্চিতপূর্বক সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জোর দাবী জানান।
একই সময়ে সংগঠনটির বাইতুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা শাখার উদ্যোগেও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য মানববন্ধনের আয়োজন করে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি তানভির হোসাইন।
তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থা ক্রমেই নাজুক অবস্থায় যাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে দেশের সীমাহীন ক্ষতি হবে। যা কোনভাবেই কাটিয়ে উঠা সম্ভবপর নয়। যেখানে শিক্ষা জাতির মেরুদণ্ড, অথচ সেই মেরুদণ্ড নিয়ে সরকারের কোন মাথাব্যথা নেই। সরকার শুধু লাভজনক ক্ষেত্রগুলো নিয়েই ভাবে। শিক্ষার্থীদের নিয়ে তার একটুও ভাবনা নেই। করোনার কারনে শিক্ষার্থীদের এই বিশাল ক্ষতিপূরণে নেই সরকারের যথাযথ ব্যবস্থা। তাই তিনি শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন, নতুবা আমরা আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো।
ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম বাইতুশ শরফ কামিল মাদ্রাসা শাখার সভাপতি আরিফুল ইসলাম বলেন, ক্যাম্পাস না খোলার কারনে আমাদের অনেকেই শিক্ষাজীবন থেকে ছিটকে পড়ছে। তাদের এই ঝড়ে পড়া থেকে রক্ষা করতে অবশ্যই সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলে দিতে হবে।
উক্ত মানববন্ধনগুলোতে আরো উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান রবিন, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক ইব্রাহিম খলিল, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মনির হোসাইন, অর্থ এ কল্যাণ সম্পাদক মামুনুর রশীদ সহ অন্যান্য নগর ও থানা নেতৃবৃন্দ।
এন.এইচ/