এম.এস আরমান,নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলায় নিখোঁজ হওয়ার ১১ ঘন্টা পর নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ঝুলন্ত অবস্থায় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মে) দুপুর ১টায় ধর্মপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ঈদগা মাঠ পোলের গোড়া সংলগ্নে নিহতের মুদি মনোহারি দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম কামাল উদ্দিন জুয়েল (৩৫), সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাধু মিয়ার বাড়ির আবুল কালামের ছেলে। তিনি ২ ছেলের জনক ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, নিহত জুয়েল হুন্ডি ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলো। ঘটনার আগের দিন তার কাছে দুবাই থেকে কিছু টাকা আসে। দোকান থেকে বাসায় এসে রাতে ভাত খেয়ে ১১ টায় আবার বেরিয়ে যায় জুয়েল। সম্ভবত সে হুন্ডির টাকা ডেলিভারি দিতে বেরিয়েছিলো। কিন্তু আর ফিরে আসেনি। পরের দিন সকাল ১০ টায় তার জেঠাতো ভাই দোকানে গিয়ে সাটার টেনে জুয়েলের ঝুলন্ত লাশ দেখতে পায়।
নিহতের ভাই মামুন দাবি করেন, তার ভাইকে কেউ হত্যা করে দোকানের ভিতর লোহার এঙ্গেলের সাথে মরদেহ ঝুলিয়ে রাখে। তার ভাইয়ের হাতে হালকা আঘাতের চিহৃ রয়েছে বলেও জানান তিনি।
সুধারম থানার ভারপ্রাপ্ত কর্মর্তা (ওসি) মো.সাহেদ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তবে এটা হত্যা না আত্মহত্যা এ বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছেনা। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এন.এইচ/