আজাদুল ইসলাম সুমন:
শ্রীলঙ্কার বিপক্ষে টানা দ্বিতীয় জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো বাংলাদেশ। দলীয় অধিনায়ক তামিম ইকবাল খান টস জিতে ব্যাটিং করার সিন্ধান্ত নেন। মুশফিকুর রহিমের ১২৫ রানে ভর করে বাংলাদেশ ২৪৬ রান সংগ্রহ করে সব উইকেট হারিয়ে।
দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস প্রথম ওভারে ১৫ রান সংগ্রহ করেন। তামিম ইকবাল ইনিংসের দ্বিতীয় ওভারেই শ্রীলঙ্কান পেসার দুসমন্ত চামেরার প্রথম বলেই এলবি ডব্লিউ এর ফাদে পড়ে ব্যাক্তিগত ১৩ রানে আউট হয়ে ফিরে যান, একই ওভারের চতুর্থ বলেই একই ধরনের বলে এলবি ডব্লিউ এর ফাদে পড়ে শুন্য রানে প্যাভিলিয়নেরর পথ ধরেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সিরিজের প্রথম ম্যাচের মত আজও দ্বিতীয় ম্যাচের ব্যাটিং হাল ধরেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ পর্যন্ত ৪৮.০১ বলে সব উইকেট হারিয়ে ২৪৬ রান করেন। এরমধ্যে বাংলাদেশের ইনিংসে কয়েকবার হানা দেয় বৃষ্টি।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা শুরুতেই চাপে পরে দলীয় ২৪ রানে প্রথম উইকেট কুশাল পেরেরাকে তুলে নেন অভিষিক্ত পেসার শরিফুল ইসলাম। শ্রীলঙ্কার ইনিংসে ৩৮তম ওভার শেষে আবারও বৃষ্টি নামায় বন্ধ হয়েছিল খেলা। তখন শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৯ উইকেটে ১২৬। ডি/এল নিয়মে খেলা ৪০ ওভারে নামিয়ে এনে বাকি ২ ওভারে জয়ের জন্য ১১৯ রানের অসম্ভব লক্ষ্য বেঁধে দেওয়া হয় শ্রীলঙ্কাকে। এই ২ ওভারে ১৫ রান তুলতে পেরেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত ১৪১-৯ রান সংগহ করে বৃস্টি আইনে বাংলাদেশ জয় পায় ১০৩ রানে।
স্পিনার মেহেদী হাসান মিরাজ ১০ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট লাভ করে ও পেসার মোস্তাফিজুর রহমান ৬ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন।
অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল।
এন.এইচ/