বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করোনার নমুনা পরীক্ষার ফল আবারও পজিটিভ এসেছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী।
খালেদা জিয়া ছাড়াও বাসার আরো তিনজনের করোনা ফের পজিটিভ এসেছে।
রোববার (২৫ এপ্রিল) রাত পৌনে ১টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের ব্যাক্তিগত চিকিৎসক দলের প্রধান।
তিনি বলেন, আজ খালেদা জিয়ার শারীরিক সবগুলো পরীক্ষা করা হয়েছে রিপোর্ট ভালো আসছে। করোনার দ্বিতীয় সপ্তাহের যে জটিলতা তিনি সেটা কাটিয়ে উঠেছেন। আশা করছি ৫-৬ দিন পর আবার টেস্ট করলে তিনি নেগেটিভ হয়ে যাবেন করোনা থেকে।
এর আগে শনিবার দুপুরে করোরা পরীক্ষার জন্য নমুনা দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হওয়ার পর অধ্যাপক ডা. এফএম সিদ্দিকীর নেতৃত্বে ব্যক্তিগত চিকিৎসক টিম গুলশানের বাসায় তার চিকিৎসা শুরু করে।
চিকিৎসক টিমের তত্বাবধানে ছিলেন লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান।