আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার আসন্ন। যুক্তরাষ্ট্র তাই মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় তাদের সেনাদের শক্তি বৃদ্ধি করছে, যা সেনাদের ঘরে প্রত্যাবর্তনকে সুরক্ষিত রাখবে।
শুক্রবার পেন্টাগন জানায়, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ওই লক্ষ্যে যুদ্ধজাহাজ বহনকারী ইউএসএস ডোয়াইট ডি আইসেনহওয়ারকে বেশ খানিকটা সময়ে জন্য ওই অঞ্চলে অবস্থান করার নির্দেশ দিয়েছেন।
ওই এলাকায় এছাড়াও দূরপাল্লার বোমারু বিমান পাঠানো হয়েছে। এয়ার ফোর্সের দু’টি বি-৫২ ইতিমধ্যেই সেখানে রয়েছে।
পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, আমরা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সেনা প্রত্যাহার আশা করছি।
সূত্র: ভয়েস অফ আমেরিকা